পিরোজপুর প্রতিনিধি : আমীরে হিযবুল্লাহ মুজাদ্দিদে যামান ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা. জি. আ.) বলেছেন- মহান আল্লাহ রাব্বুল আলামীন মানবজাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য।
এই ইবাদত তথা দাসত্ব বলতে পরিশুদ্ধ আত্মার ইবাদতই উদ্দেশ্য। আমাদের সকল কর্মের মূল হলো আত্মা। কাজেই যে ব্যক্তির আত্মা পরিশুদ্ধ সেই হবে আমলের দিক হতে সর্বোত্তম। একজন ব্যক্তির পার্থিব-অপার্থিব সকল কর্মকা- আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, তাহলেই বুঝা যাবে আত্মা পরিশুদ্ধ হয়েছে। নচেৎ সকল আমল ব্যর্থতায় পরিণত হবে।
গতকাল ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদ্বয়ের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈছালে ছওয়াব ও মাদ্রাসার বার্ষিক তিনদিনব্যাপী মাহফিলের প্রথমদিন বাদ মাগরীব নসীহত করতে গিয়ে একথা বলেন।
আজ মাহফিলের ২য় দিন, আগামীকাল মঙ্গলবার তিনদিনব্যাপী মাহফিলের শেষ দিন। এই দিন বাদ জোহর হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করবেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :