রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে বেসরকারী শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। সোমবার (১৩ মার্চ) জেলা প্রশাসক কার্যলয়ের সামনে সংগঠনের জেলা সভাপতি মো: তোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে বিভিন্ন দাবী বাস্তবায়নের জন্য ঘন্টাব্যাপি দীর্ঘ লাইনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল বরণ হালদার, পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন, আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন, রাজাপুর আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানসহ ৪টি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ‘শিক্ষাক্ষেত্রে সরকারী ও বেসরকারী অনেক বৈষম্য রয়েছে। বেসরকারী শিক্ষকগণ মাত্র ২৫% উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫শত টাকা চিকিৎসা ভাতা পায়।
অবসরে যাবার পর অবসর সুবিদা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছরঅপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক /কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন যা অত্যন্ত দু:খজনক। তাছাড়া কয়েক বছর যাবত কোন প্রকার বাড়তি সুবিদা ব্যতিরেকেই অবসর সুবিধা ও কল্যান ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন করা হচ্ছে। নানা কারণে স্বীকৃতি প্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হতে পারেনি। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে এক ধাপ নিচে প্রদান করা হয়।
তাছাড়া সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান না করার ফলে উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদেরবেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। এমপিওভুক্ত বেসরকারী শিক্ষক- কর্মচারীদের বদলীর কোন সুযোগ নাই। কিশ্ব বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়স ৬৫ করা হলেও স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স সীমা এখনও ৬০ বছরই রয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ এ শিক্ষক নিয়োগ কমিশন গঠনের কথা বলা হলেও এখনও তা গঠন করা হয়নি। শিক্ষা প্রশাসনের কোন স্তরেই এমপিওভুক্ত শিক্ষকদের পদায়নের কোনো সুযোগ রাখা হয়নি।
প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস করা হলেও মাধ্যমিক স্তরে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সমস্যদের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সালে সময়োপযোগী একটি শিক্ষানীতি অনুমোদিত হলেও তা এখনও অধিকাংশ বাস্তবায়িত হয়নি। তাই সকলের জন্য মানসম্মত শিক্ষা গ্রহনের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা এবং শিক্ষা ক্ষেত্রে সরকারী ও বেসরকারী বৈষম্য দুরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা এখন সময়ের দাবী।’
এছাড়াও নেতৃবৃন্দ মাননীয় প্রদান মন্ত্রীর নিকট আবেদন জানান, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও সকল প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে আসন্ন ২০২৩-২০২৪ অর্থ বছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার আবেদন জানান।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শেষে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারের একটি বিক্ষোভ মিছিল কোর্ট থেকে ফায়ারমোড় হয়ে শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন ষ্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ নেতৃত্ব প্রদান করেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :