কাউখালীতে উপকার ভোগীদের মধ্যে vwb কার্ড ও খাদ্যশস্য বিতরণ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ /
কাউখালীতে উপকার ভোগীদের মধ্যে vwb কার্ড ও খাদ্যশস্য বিতরণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার সকাল ১১ টায়, শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, এই স্লোগানকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৩-২৪ চক্রের ২২১ জন উপকার ভোগীদের মধ্যে vwb কাড ও খাদ্যশস্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যশস্য বিতরণ করেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।