মায়েরাই হচ্ছে সন্তান গড়ার কারিগর- পংকজ নাথ এমপি


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ /
মায়েরাই হচ্ছে সন্তান গড়ার কারিগর- পংকজ নাথ এমপি

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন। ১৩ মার্চ সোমবার বেলা ১২ টায় উপজেলার টিটি এন্ড ডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মায়েরাই হচ্ছে সন্তান গড়ার কারিগর। অনান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন ও নাজমা বেগম।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ। আলোচনা সভায় অংশগ্রহন করেন জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, অভিবাবক সহ নানা শেনী পেষার নেতৃবৃন্দ।