ভৈরব থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেল ঝালকাঠিতে


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ণ /
ভৈরব থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেল ঝালকাঠিতে

ঝালকাঠি প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে হারিয়ে যাওয়া ২ বছর পর এক শিশুকে ঝালকাঠিতে ফিরে পেল তার পরিবার। রবিবার ১২ মার্চ বিকেলে ঝালকাঠির কলেজ মোড় ষ্ট্যান্ডে পথচারীরা ৮ বছরের শিশু মো: রিফাতকে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখে কোথায় যাবে জিজ্ঞস করলে সে ভৈরব যাবে বলে জানান।

শিশুটি তার বাড়ির পূর্ণ ঠিকানা বলতে না পারায় উপস্থিত সাংবাদিক মাসুম খান ঝালকাঠি থানায় খবর জানালে পুলিশ এসে ঘটনা স্থল থেকে শিশুটিকে থানা হেফাজতে নেয়া হয়। সদর থানার ওসি (তদন্ত) মো: তুহিন হাওলাদার পরবর্তীতে ভৈরব থানায় খোজ খবর নিয়ে শিশুটির পরিচয় নিশ্চিত হন।

শিশুটির বাবা মা খবর পেয়ে ঝালকাঠি থানায় এসে শিশুটিকে চিনতে পারেন এবং শিশুটিও তার বাবা মাকে চিনতে পারে।পরবর্তীতে ঝালকাঠি থানা পুলিশ শিুটিকে তার বাব মায়ের কাছে হস্তান্তর করেন। সদর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকার জানান, “ ভৈরব থেকে আগত শিুটিকে তার পিতামাতাকে চিনতে পারায় তার বাবা মায়ের কাছে হস্তান্তর করেছি।”

শিশুটির পিতা মো: মাসুম মিয়া জানান, “গত ১২ জুন ২০২১ তারিখ সকাল ৭ ঘটিকার সময় ভৈরব রেল ষ্টেশন হতে তার ৬বছরের শিশুটি হারিয়ে যায়। অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায় নাই।হারিয়ে যাওয়ার প্রায় ২ বছর পর রোববার (১২ মার্চ) ভৈরব থানা থেকে ফোন দিয়ে আমার শিশুটিকে ঝালকাঠিতে সন্ধান পাওয়ার কথা জানায়।

খবর পেয়ে আমি ও আমার স্ত্রী ঝালকাঠি থানায় এসে আমাদের ছেলে রিফাতকে পাই। মো: মাসুম মিয়ার বাড়ি ভৈরব থানার আমতলাপাড়া গ্রামে বলে জানান।তিনি একটি মাছের ঘেরে কাজ করেন।