কাউখালীতে কিশোরের লাশ ৩ দিন পরে উদ্ধার
Barisal Crime Trace -FF
প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ /
০
কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলার সন্ধা নদীতে নিখোঁজের ৩ দিন পরে ১৩মার্চ সকালে লাশ উদ্ধার করা হয় হাসান(৯) নামের কিশোরের।উল্লেখ্য গত ১১ মার্চ শনিবার নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় হাসান।
পরে ১৩ মার্চ সোমবার আশোয়া-আমরাজুড়ি ফেরিঘাটের গাবখান নদীর মোহনায় লাশ দেখতে পায় স্থানীয় খেয়া চালক সায়েম ও নান্টু এসময় তারা কিশোরের পরিবাকে খবর দেয়, তখন খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে।
হাসানের বাবা শাহাবুদ্দিন বলেন আমার বাড়ি নোয়াখালী তবে ঢাকা সাভারে ইমারত শ্রমীক হিসেবে কাজ করতাম কিছুদিন আগে গন্ধর্ব্য আবাসনে তার খালার বাসায় বেরাতে আসি। আমার ছেলে মর্মান্তিক দূর্রঘটনায় পানিতে ডুবে মারা যায়।
আপনার মতামত লিখুন :