দৌলতখানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ /
দৌলতখানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

দৌলতখান প্রতিনিধি : “মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে উদযাপন করা হয়েছে জাতীয় প্রথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩।

এ উপলক্ষ্যে সোমবার (১৩) মার্চ সকাল ১১টায় উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পশ্চিম রামরতন সরকারি প্রথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

মহিলা ভাইস চেয়ারম্যান আইনু ননাহার রেনু, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তৌহিদুল ইসলাম। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ডাব্লুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন রতন, প্রধান শিক্ষক মোঃ মজির উদ্দিন ভূট্রো। উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ আমানুল্লাহ, মোঃ মাুমুন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।