হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ইউপি সদস্য রক্তন রাড়ী স্কুল দখল করে মেয়ের বিয়ে।
১৩ই মার্চ উপজেলার মাধবপুর নপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা এবং বিদ্যালয়ের চারদিকে পেন্ডেল করে ধুমধাম করে মেয়ের বিয়ের অনুষ্ঠান করে। এতে করে শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান দিতে পারেনি এমনটাই বলছেন এলাকার অনেকে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান হোসেন জানায় রতন রাড়ী একদিকে জনপ্রতিনিধি অন্যদিকে বিদ্যালয়ের সহ-সভাপতি হওয়ায় আমরা অসহায়।
ধুলখোলা ইউনিয়নের আতঙ্কের অপর নাম রতন রাড়ী ওরফে বোবা রতন। তিনি মাটিয়ালা গ্রামের রাজ্য সরকার নামে পরিচিত। মাটিয়ালায় তিনি যা করেন সেটাই আইন মুখ খুলতে পারছেনা স্থানীয় কেউ। ওই গ্রামের অধিকাংশই তার আত্মীয়-স্বজন।
হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন রতন রাঢ়ীর বিরুদ্ধে ইউপি সদস্য নান্টু হত্যা, ডাকাতি, চুরি, নারী নির্যাতন সহ অসংখ্য মামলা রয়েছে।
উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার খালেদ সাইফুল্লাহ বলেন এ বিষয়ে তার জানা নাই তবে এই ঘটনার ঘটে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :