তালতলী প্রতিনিধি : বরগুনার তালতলীতে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে এক নববধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার পরে উপজেলার হাড়িপাড়া গ্রামে।
জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের তারেক মোল্লার কন্যা আসমা বেগমের সঙ্গে গত ১ মাস আগে বিয়ে হয় মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকার হানিফ হাওলাদারের পুত্র ইসমাইলের সঙ্গে। বিয়ের পর থেকে ইসমাইল তার শ্বশুরবাড়িতেই থাকত। বিয়ের শুরু থেকেই আসমা ও ইসমাইলের মধ্যে মান-অভিমান লক্ষ্য করা গেছে।
মান-অভিমানের একপর্যায় গত তিন দিন আগে ইসমাইল চট্টগ্রামে তার বড় ভাইয়ের বাসায় চলে যায়। সেই থেকে আসমা তার স্বামী ইসমাইলের সঙ্গে বার বার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলেও ইসমাইল ফোন ধরেনি। স্বামীর সঙ্গে কথা বলতে না পেরে অভিমান করে শনিবার সন্ধ্যার পরে পিত্রালয়ের ঘরের চালের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নববধূ আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :