তালতলীতে মাথার পাগড়িতে গলায় ফাঁস সাকিবের!


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ণ /
তালতলীতে মাথার পাগড়িতে গলায় ফাঁস সাকিবের!

আমতলী প্রতিনিধি : বরগুনার তালতলীতে সাকিব কাজী (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাকিব কাজী একই এলাকার কালাম কাজীর ছেলে। বিষয়টি তালতলী থানা নিশ্চিত করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ ঘরে মাথার পাগড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাকিব কাজীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন ও এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকাওয়াত হোসেন তপু বলেন, সাকিব কাজীর মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।