স্বামীকে জেলে পাঠিয়ে ওমরাহ করতে যাচ্ছেন রাখি


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ /
স্বামীকে জেলে পাঠিয়ে ওমরাহ করতে যাচ্ছেন রাখি

ক্রাইম ট্রেস ডেস্ক : চলতি বছরের শুরুতেই আমচকা বিয়ের কথা প্রকাশ্যে আনেন রাখি সাওয়ান্ত। মাস যেতে না যেতেই স্বামী আদিলের নামে মারধরসহ একাধিক অভিযোগ আনেন।

বিভিন্ন অভিযোগে আপাতত জেলবন্দি রাখির স্বামী। এদিকে রমজান মাসে মক্কায় ওমরাহ পালন করতে যেতে চান রাখি ওরফে ফাতিমা। আদিল খান দুরানিকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেছিলেন রাখি।

রাখি জানান, ভিসা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে নিশ্চিত নন মক্কা যাওয়ার আইনি ছাড়পত্র পাবেন কিনা। রাখি বলেন, অতীত ভুলে জীবনে এগিয়ে যেতে চান তিনি। নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজি বলে দাবি করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য— ‘আমি তো ইসলাম কবুল করেছি, দিনে পাঁচবার নামাজ পড়ি। ওপরওয়ালাই এখন আমার সব। খোদার ওপর বিশ্বাস রয়েছে। উনি চাইলে আমি নিশ্চয়ই রমজানে ওমরাহ করতে যাব’।