বরগুনায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ১২:১১ অপরাহ্ণ /
বরগুনায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে মাহিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মার্চ) উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ছোট গৌরিচন্না নামক স্থানে শিশুটির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মাহিন ওই এলাকার মো. বিল্লাল হোসেন এর ছেলে।

স্থানীয়রা জানান, শিশুর মা বাড়িতে সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মাহিন বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।

কোথাও না পেয়ে পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে বরগুনা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুব্রত ভৌমিক বলেন হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।