যারা এই টাইপের স্ক্রিপ্টে মিউজিক ভিডিও করবেন তাদের শ্রোতা-দর্শকরা প্রত্যাখান করবেন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ১:৪৯ অপরাহ্ণ /
যারা এই টাইপের স্ক্রিপ্টে মিউজিক ভিডিও করবেন তাদের শ্রোতা-দর্শকরা প্রত্যাখান করবেন

ক্রাইম ট্রেস ডেস্ক : রক ও পপ ঘরানার গানের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। বয়সকে পাত্তা না দিয়ে এখনো গান করছেন জনপ্রিয়তার সঙ্গে। পাশাপাশি মিউজিক ভিডিও এবং সিনেমা নির্মাণও করছেন। নতুন গান, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* আপনার গাওয়া একটি কাওয়ালি গান প্রকাশ হয়েছে সম্প্রতি। সেটি থেকে কেমন সাড়া পাচ্ছেন?

** বেশ ভালোই সাড়া পাচ্ছি। আমি সাধারণত যে রকম গান করি, তার বাইরে এসে ভিন্ন ধাঁচের এ গানটি করতে পেরে বেশ ভালোই লেগেছে। ‘ছোট্ট একটা ভালোবাসা’ শিরোনামের এ গান নিয়ে যখন আলোচনা করছিলাম, তখনই আমার কাছে খুব ভালো লেগে যায়। তারপর গানটি তৈরি করে প্রকাশ করলাম। এখন দেখছি দর্শক শ্রোতা গানটি ভালোভাবেই গ্রহণ করেছেন। এমন গান আগামীতেও করতে পারি, যদি প্রস্তাব আসে।

* এখন তো সিঙ্গেল গান প্রকাশ করতে হয়। অ্যালবাম আকারে একাধিক গান একসঙ্গে শ্রোতারা পাচ্ছেন না…

** এটি নিয়ে বিষদ আলোচনা করতে হবে। এ বিষয়টি খুব বেশি ক্ষতিকর বলে আমার মনে হয় না। তবে কিছুটা নেগেটিভ প্রভাব তো আছে। এটি বিস্তারিত না বললে বোঝা যাবে না। সংক্ষেপে বলা যায়, আমাদের দেশে অনেক মেধাবি শিল্পী আছেন, যারা টাকার জন্য মিউজিক ভিডিও প্রকাশ করতে পারছেন না। একটা সময় যেখানে ১০-১২টা গান একসঙ্গে কষ্ট করে হলেও শিল্পী প্রকাশ করতেন। বর্তমানে এসে একটি গানও প্রকাশ করতে অনিশ্চয়তায় পড়তে হচ্ছে। বিষয়টি দুঃখজনক। এখন খালি গলায় গান গেয়েও শিল্পী হচ্ছেন অনেকেই।

* আপনাকে তো স্টেজ শো বা নতুন গানে খুব একটা দেখা যায় না। কোনো অনীহা কাজ করছে?

** না কোনো অনীহা কাজ করছে না। একজন শিল্পী মৃত্যুর আগ পর্যন্ত গান করতে পারে। আমি যেটি বলব, এখন আমার দিন ভালোই কাটছে। নিজেকে সময় দিতে পারছি। মন চাইলে ঘুরতে বেরিয়ে যাই। কনসার্ট বা শো যে করি না তা নয়। মাঝে মাঝে তো করি। তবে নিজেকে সময় বেশি দিতে পারছি। এ নিয়ে আমি খুব ভালো সময় কাটাচ্ছি।

* নতুন গানের কোনো খবর আছে কি?

** আমি আটটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছি। এর মধ্যে তিনটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। বাকিগুলোর কাজ শেষ করে ঈদ উপলক্ষ্যে কয়েকটি রিলিজ দেব। তারপর ধারাবাহিকভাবে একটা একটা করে রিলিজ করব। পাশাপাশি নতুন গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছি।

* এখন গানের ভিডিও নিয়ে অনেক সমালোচনা হয়। ভালগারিজম বেশি থাকে বলেও অভিযোগ আছে। আপনি কী ভাবছেন বিষয়টি নিয়ে?

** সবাই যে এমন মিউজিক ভিডিও বানাচ্ছে তা কিন্তু নয়। ভালো গান হচ্ছে এবং হবে। যারা যৌন সুড়সুড়ি টাইপের স্ক্রিপ্টে মিউজিক ভিডিও করবেন তাদের শ্রোতা-দর্শকরা প্রত্যাখান করবেন। এটি দুদিন পরে বা আগে হোক।