ইমরান খানের নতুন ঘোষণা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ২:০১ অপরাহ্ণ /
ইমরান খানের নতুন ঘোষণা

ক্রাইম ট্রেস ডেস্ক : একাধিক মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি এবং নির্বাচনি সমাবেশে সরকারের ১৪৪ ধারা ও অন্যান্য কৌশলের মুখে চাপে থাকা ইমরান খান এবার সমাবেশের ঘোষণা দিয়েছেন। আগামী ১৯ মার্চ রোববার নিজ শহর লাহোরের মিনার-ই-পাকিস্তানে একটি ঐতিহাসিক জনসমাবেশ করার ঘোষণা দিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

জিও নিউজ জানিয়েছে, সোমবার লাহোরে তার বুলেটপ্রুফ গাড়ির ভেতর থেকে নির্বাচনি সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই চেয়ারম্যান ইমরান খান। চলমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশ করবে দলটি।

নিরাপত্তা ও গ্রেফতারের হুমকি সত্ত্বেও এদিন পাঞ্জাবে নির্বাচনি সমাবেশ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। সমাবেশে ভাষণ দিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি রোববার (১৯ মার্চ) দুপুর ২টায় মিনার-ই-পাকিস্তানে একটি জলসা করব। আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।

একই দিন ইসলামাবাদের একটি দায়রা জজ আদালত নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। আগামী ২৯ মার্চের মধ্যে পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

খবরে বলা হয়েছে, নির্দেশ পাওয়ার পরই ইসলামাবাদ পুলিশ লাহোরে গেছে ইমরান খানকে গ্রেফতার করার জন্য। যদিও এর আগে সম্প্রতি তোশাখানা মামলায় হাজির না হওয়ায় জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে গিয়ে খালি হাতে ফিরে আসে পুলিশ।