বলিউডের ৩ খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রণবীরের


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ২:৫৭ অপরাহ্ণ /
বলিউডের ৩ খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রণবীরের

ক্রাইম ট্রেস ডেস্ক : ২০২২ সালটা বলিউডের জন্য ভালো না গেলেও রণবীর কাপুরের জন্য বিষয়টি একটু আলাদা ছিল। তার ছবি ব্রহ্মাস্ত্র পার্ট ১ যেমন বক্স অফিসে হিট করে, তেমনই একই বছর ব্যক্তিগত জীবনে তিনি তার বহুদিনের প্রেমিকা আলিয়াকে বিয়ে করেন। তাদের মেয়ে রাহার জন্মও হয় ২০২২-এ।

বর্তমানে তিনি তার নতুন ছবি তু ঝুঠি ম্যায় মাক্কারের সাফল্য নিয়ে মেতে আছেন। এ ছাড়া সম্প্রতি তিনি তার দিদি কারিনা কাপুর খানের টকশোতে আসতে চলেছেন।

হোয়াট ওম্যান ওয়ান্ট সিজন ৪-এর আগামী পর্বে তাকে দেখা যাবে। এর আগে কফি উইথ করণের একটি পর্বে কারিনা ও রণবীরকে একসঙ্গে দেখা গিয়েছিল অতিথি হিসেবে।

এই শোতে কারিনা তার ভাইকে জিজ্ঞেস করেন একটি ভাবনা নিয়ে। অনেকেই ভেবে থাকবে মহিলারা বুঝি লম্বা অভিনেতার সঙ্গে কাজ করতে পছন্দ করেন। বা মহিলাদের তার সহ-অভিনেতার থেকে লম্বা হওয়া উচিত নয়।

এই প্রসঙ্গে তিনি রণবীরের মতামত জানতে চান। এই বিষয়ে রণবীর বলেন, ‘বলিউডের তিন খান (শাহরুখ, সালমান, আমির) তেমন লম্বা নন। কিন্তু তারা তো সব অভিনেতার সঙ্গেই কাজ করেছেন।’

তবে কেবল কাজের প্রসঙ্গ নয়, ব্যক্তিগত কথাও কারিনা জানতে চান তার ভাইয়ের কাছে। জিজ্ঞেস করেন রণবীর রাহার ডায়পার বদলান কিনা। উত্তরে রণবীর বলেন, তিনি রাহার সঙ্গে মজা করতেই বেশি ভালোবাসেন।