ক্রাইম ট্রেস ডেস্ক : ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের সবচেয়ে বয়স্ক বন্দি ৮৩ বছর বয়সি ফুয়াদ আল-শুবাকি। ১৭ বছর কারাভোগের পর ইসরাইলের কারাগার থেকে সোমবার তিনি মুক্তি পেয়েছেন। খবর আনাদোলুর।
বিনাবিচারে তাকে এক যুগ কারাগারে বন্দি রাখে ইসরাইল। তার বিরুদ্ধে অস্ত্র চোরা চালানের অভিযোগ আনে তেলআবিব। তারকুমিয়া চেকপোস্ট দিয়ে সোমবার একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ফিলিস্তিনে ফেরত পাঠানো হয়। পশ্চিমতীরের প্রাচীন শহর হেবরনে তার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :