স্টাফ রিপোর্টার, মির্জাগঞ্জ : পটুয়াখালীর মির্জাগঞ্জে বালুবাহী জাহাজের ইঞ্জিনরুম থেকে শাকিল আকন (২০) নামে শ্রমিকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুবিদখালী বন্দরের পশ্চিম পাশের বেড়েরধন নদে নোঙ্গর করা বালুবাহী জাহাজের ইঞ্জিন রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। শাকিল আকন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
জানা গেছে, নাঈম প্লাস নামের একটি বালুবাহী জাহাজে রান্নার কাজ করতেন শাকিল আকন। সোমবার রাত ১০টার দিকে জাহাজের কাছেই আল আমিন ট্রেডার্সে বসে বালুর হিসাব-নিকাশ করেন জাহাজের সুকানি সোহাগ সিকদার ও শাকিল। হিসাব চলাকালেই জাহাজে ফিরে যাওয়ার জন্য আল আমিন ট্রেডার্সের অফিস থেকে বের হয়ে যান শাকিল। পরে রাত ১১টার দিকে হিসাব-নিকাশ শেষে জাহাজে ফিরে শাকিলকে না পেয়ে তার মোবাইল ফোনে কল করেন সোহাগ।
বন্ধ ইঞ্জিন কাম বিশ্রামরুমের ভেতর থেকে মোবাইলের রিং টোনের শব্দ পেয়ে রুমের সামনে গিয়ে ডাকাডাকি করেন তিনি। কোনো সাড়া শব্দ না পেয়ে ইঞ্জিনরুমের দরজার ছিটকানি ভেঙে রুমে ঢুকেন সোহাগ। ইঞ্জিন রুমের ভেতরে শাকিলকে জাহাজের অ্যাঙ্গেলের সাথে গলায় লাইলনের রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে ডাক-চিৎকার করেন সোহাগ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে এক মেয়ের সাথে শাকিলের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। শাকিলের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করছি। তার কল রেকর্ড অনুসন্ধান করলে মৃত্যুর কারণ জানা যেতে পারে বলে আশা করছি।’
ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মির্জাগঞ্জ থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :