পিরোজপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্লাীলতাহানীর অভিযোগ, থানায় মামলা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ণ /
পিরোজপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্লাীলতাহানীর অভিযোগ, থানায় মামলা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বির বিরুদ্ধে এক গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতে কাউখালীর হরিণধরা গ্রামে ঘটনাটি ঘটেছে। এঘটনায় গতকাল রাতেই কাউখালী থানায় নির্যাতিতা নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

নির্যাতিতা গৃহবধূর কাছ থেকে জানাযায়, ঘটনার দিন সন্ধ্যায় স্বামী বাজারে গেলে বাসায় একা পেয়ে গৃহবধূকে জোরপূর্বক শারিরীক সম্পর্ক স্থাপনে চেষ্টা চালায় ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি।

পরে ঐ নারী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এলে রাব্বি ওখান থেকে পালিয়ে যায়। মামলার বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ওসি মোঃ জাকারিয়া বলেন,

ভিকটিম নারী ও তা স্বামী থানায় উপস্থিত হয়ে শ্লীলতাহানী ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত ফজলে রাব্বিকে গ্রেফতারের চেষ্টা চলছে তবে আসামী ঘটঁনার পর থেকে পালাতক রয়েছে।