কাউখালীতে দিন ব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ /
কাউখালীতে দিন ব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সকাল ১১ টায় উপজেলার গোসনতারা গ্রামের ল্যাপটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম কমিউনিটি ক্লিনিকে কুষ্টা নয়, চাই সতর্কতা ও প্রতিরোধ এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নীরব ঘাতক জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের পূর্ব লক্ষণ সনাক্তকরণের লক্ষে ফ্রি ভায়া ও সিবিই এবং বিশেষ স্ত্রীরোগ ও প্রসূতি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন

কাউখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়া মনু। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার মৃদুলা কর, ডাক্তার আসমা খাতুন, ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আনিসুল হক। ক্যাম্পের মাধ্যমে প্রায় শতাধিক নারীদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়।