দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় যুধিষ্ঠি মিস্ত্রী (২৪) নামের এক যুবকের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী বাজারের দক্ষিন পাশে যুবকের নিজবাড়ির পাশের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
যুধিষ্ঠি মিস্ত্রী রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন মিস্ত্রীর ছেলে। তিনি টমটমচালক ছিলেন। পুলিশ ও যুধিষ্ঠির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে টমটমের কাজ করার কথা বলে বাড়ি থেকে হন যুধিষ্ঠি।
কিছু সময় টমটমের খুঁটিনাটি কাজ শেষে বাড়িতে এসে বসত ঘরের দরজা-জানালা এলোপাথাড়িভাবে ভাঙচুর শুরু করেন। তার স্ত্রী লক্ষ্মী রাণী তার সাথে কথা বলতে গেলে তাকেও মারধর করেন তিনি। পরে বাসা থেকে বের যান এবং রাতে বাসায় ফেরেন না। সকালে যুধিষ্ঠির মা কানন বালা বাগানে গেলে যুধিষ্ঠি গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পান।
লক্ষ্মী রাণী বলেন, ‘সোমবার দুপুরে বাড়িতে এসে কিসের জন্য ঘর-দুয়ার ভাঙচুর ও আমাকে মারধর করেছেন, তা জানিনা। কারো কাছে কিছু না বলে দুপুরে না খেয়ে আবার বাড়ি থেকে চলে যান। এরপরে কিসে কি হয়েছে জানি না।’
দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :