ববির সদ্য চালু হওয়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ /
ববির সদ্য চালু হওয়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সদ্য চালু হওয়া এই বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘জীবনে সফলতার জন্য সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তী হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ থাকতে হবে। হতাশ হলে চলবে না। এ বিষয়গুলোকে জীবনে প্রতিফলন ঘটাতে পাড়লে সফলতা অনিবার্য।’

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অসীম কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য আরও বলেন, ‘আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ সৃষ্টির বিকল্প নেই। উদ্ভাবনী শক্তির মাধ্যমে ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ খানম। বক্তব্য রাখেন নবাগত শিক্ষার্থী সাইফুল ইসলাম। ওরিয়েন্টেশনে নবাগত শিক্ষর্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য।

গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরিশাল বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম নামে একটি নতুন বিভাগের অনুমোদনসহ চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয়। বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২৫টি বিভাগে ৯ হাজার শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সল মাহমুদ রুমি।