বরগুনায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুতবিচারে মামলা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ /
বরগুনায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুতবিচারে মামলা

আমতলী প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. রেজবিউল কবির জোমাদ্দারের (৪২) বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মামলার আবেদন করেন তালতলী উপজেলার তালতলীপাড়া এলাকার বাসিন্দা মো. ছগির হোসেন। অন্যের ভোগদখলীয় জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়া ও জীবননাশের হুমকি প্রদানে এ মামলা দায়ের হয়।

শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক মো. নাহিদ হোসেন মামলাটি আমলে নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। ওই মামলায় অন্য বিবাদীরা হলেন- একই উপজেলার তুলাতলী এলাকার মরহুম আ. সালামের ছেলে আবুল (৪৫) এবং তালতলীপাড়ার মরহুম গগন জোমাদ্দারের ছেলে ইউনুচ জোমাদ্দার (৪৫)।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে মামলার বাদী মো. ছগির হোসেনের ভোগদখলীয় জমিতে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন করেন উপজেলা চেয়ারম্যান রেজবিউল কবির জোমাদ্দারসহ মামলায় উল্লিখিত অন্যরা। ওই সময় তিনি জমি থেকে মাটি কাটতে বাধা দিলে বিবাদীরা লোকজন নিয়ে মো. ছগির হোসেনকে এলাকা ত্যাগে চাপ সৃষ্টি করেন। অন্যথায় তাকে মেরে মাছের ঘেরে ফেলে মাছকে খাওয়ানোর হুমকি দেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল ছেড়ে বিবাদীরা চলে যান।

মামলার বাদী মো. ছগির হোসেন বলেন, ঘটনার পর থেকেই আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিবাদীরা আমাকে এলাকা ছেড়ে চলে যেতে বারবার চাপ দিচ্ছেন। তারা আমার বাড়িঘর এবং জমি দখল করে নেওয়ার হুমকি দিচ্ছেন। বিবাদীরা অত্যন্ত প্রভাবশালী। তাই মামলা করার পর তাদের ভয়ে আমি আত্মগোপনে আছি।

মামলার বিষয়ে তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. রেজবিউল কবির জোমাদ্দার বলেন, মামলার বিষয়ে আমি অবগত নই। তবে দুপুরে কেউ একজন আমাকে ফোন করে বলেছিল। শত্রুতা করে যে কেউ আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। আমার বিরুদ্ধে যে মামলাই হোক না কেন, তদন্ত করলে তার সত্যতা অবশ্যই বেরিয়ে আসবে।

ওই মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাইরুল ইসলাম বলেন, শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।