ক্রাইম ট্রেস ডেস্ক : ‘আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি..কাছে এলে দেখাবো আমি কতটা দেশি’ – সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরির ঠোঁটে এই গান ইউটিউবে আসার পরেই ছড়িয়ে গেছে শ্রোতাদের মাঝে।
এই গানে পূজার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে।
দীপ্ত টিভির হেড অফ ডিজিটাল মো. আবু নাসিম বলেন, “দীপ্ত প্লে‘র অরিজিনাল ফিল্ম ‘পরি’র এই আইটেম গানটির মূল শিরোনাম অবশ্য ‘এক দুই তিন’। ‘পরি’ ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।
এর আগে গত বছরের রোজার ঈদে পূজাকে দেখা গিয়েছিল ‘সাইকো’ সিনেমার আইটেম গানে। সে যাত্রায় গানটি দর্শপ্রিয়তা পেতে ব্যর্থ হয়। এবার আবার আইটেম গানে কোমর দুলিয়েছেন এই নায়িকা। এবার অপেক্ষার পালা দর্শক সাড়ার।
মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়া সহ আরও অনেকে। চিত্রনাট্য করেছেন রায়হান খান।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :