বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য কাজ করেছে পুলিশ : আইজিপি


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ /
বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য কাজ করেছে পুলিশ : আইজিপি

পটুয়াখালী প্রতিনিধি : সব বাহিনীর সমন্বয়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে পুলিশ কাজ করছে। ফলে দেশে স্থিতিশীল ও চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ভবিষ্যতে দেশের অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে পটুয়াখালীসহ দেশের সব অঞ্চলের শান্তির শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যা করা দরকার, পুলিশ তাই করবে।

সাম্প্রতিক সময়ে ঢাকায় ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাইয়ের পর ডিবি পুলিশ কর্তৃক টাকা উদ্ধার এবং সেই টাকার অঙ্ক নিয়ে গরমিলের বিষয়ে পুলিশ প্রধান বলেন, এ বিষয়ে আরও সচেতন হওয়ার দরকার ছিল। আগামীতে এমন ধরনের বিভ্রান্ত সৃষ্টি না হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান ও পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা।