প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে: শেখ হাসিনা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ১:০৫ অপরাহ্ণ /
প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে: শেখ হাসিনা

ক্রাইম ট্রেস ডেস্ক : আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

বুধবার গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নার্সিং পেশাকে বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেয় সরকার। বুধবার সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।