ক্রাইম ট্রেস ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে হাত-পা ও মুখ বাধা অবস্থায় ব্যটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌরসভার কুমারজানী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চালকের নাম জুলহাস মিয়া (৫০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুলহাস মিয়া আগে ট্রাকচালক ছিলেন। সম্প্রতি তিনি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে চালাতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকায় তার হাত-পা ও মুখ বাধা অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ব্যাটারিচালিত অটোচালক আরিফ মিয়া বলেন, জুলহাস মিয়া মঙ্গলবার রাতে টাঙ্গাইল নগরজালফৈ বাইপাস থেকে ৭ জন শ্রমিক নিয়ে সাড়ে ৫শ’ টাকা ভাড়ায় সখীপুর উপজেলার বেড়বাড়ীর উদ্দেশে যান। পরে রাতে তিনি আর বাড়ি ফিরেননি।
এ বিষয়ে বাসাইল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :