বরগুনায় প্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ১:৪৭ অপরাহ্ণ /
বরগুনায় প্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরগুনা প্রতিনিধি : বরগুনায় ব্যাতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বেলা ১১ টায় বরগুনা পৌরসভার নাথপট্রি লেকে বিভিন্ন বয়সের শারীরিক প্রতিবন্ধীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

এসময় বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. হাসানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, স্বনাকের জেলা সভাপতি মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, খেলাঘর সম্পাদক মুশফিক আরিফ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্পাদক জয়দেব রায়, বাংলানিউজ প্রতিনিধি জাহিদ মেহেদি, সাংবাদিক আসাদ তালুকদার, অলিউল্লাহ ইমরান, মালেক মিঠু, মো. ইব্রাহিম, মেহেদি, জাগোনারীর নির্বাহী সদস্য সায়েরা রুবী, ধ্রুবতারা ইয়ুথ ফাউন্ডেশনের সম্পাদক তাসনিয়া হাসান অর্পিতা উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী শাহিন মল্লিক বলেন, আমরা সমাজের অবহেলিত অংশ। ভালো কোনো কাজে কেউ আমাদের ডাকে না। আজকে বাংলাদেশ প্রতিদিনের অনুষ্ঠানে আমাদের যে সম্মান দেওয়া হয়েছে তাতে আমরা আনন্দিত।

বাংলাদেশ প্রতিদিনের ব্যাতিক্রমী আয়োজনের প্রশংসা করে অধ্যাপক রফিকুল ইসলাম টুকু বলেন, বসুন্ধরা গ্রুপ যে সমাজের অবহেলিতদের পাশে আছে, বাংলাদেশ প্রতিদিনের আজকের আয়োজনে আবারও তা প্রমাণিত হলো। পাঠকের শীর্ষে থাকা এই দৈনিক পত্রিকার আরও সমৃদ্ধি কামনা করছি।