ক্রাইম ট্রেস ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় গ্রিনলাইন বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লামা উপজেলার ফাইতং ইউপির ৩নং ওয়ার্ড আমতলী পাড়া এলাকার মো. বশির আলমের ছেলে মোটরসাইকেলচালক মো. আরমান শাকিল (২৪) ও একই ওয়ার্ডের খুরপাইন ঝিরি এলাকার মো. আবু মুছার ছেলে মাওলানা মো. ইসমাইল ছিদ্দিকী (৩৫)।
চিরিংগা হাইওয়ে থানার ওসি ইমন চৌধুরী বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারগামী গ্রিনলাইন বাস বরইতলী একতাবাজারগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন ওসি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :