বরগুনায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ণ /
বরগুনায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ এবং ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়।

জানা যায়, আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়ছেন অ্যাডভোকেট এম এ কাদের মিয়া। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে হাতপাখা প্রতীকে ভোট করছেন ইসলামী আন্দোলনের মুফতি ওমর ফারুক।

অন্যদিকে তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউপিতে চেয়ারম্যান পদে ৫, সদস্য ২৬ এবং সংরক্ষিত আসনে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।