নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ পুলিশ: আইজিপি


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ণ /
নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ পুলিশ: আইজিপি

স্টাফ রিপোর্টার, বরিশাল : নির্বাচনের সময় পুলিশ পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে থাকে। সেই সময় কমিশন পুলিশকে যেভাবে দায়িত্ব দিবে, পুলিশ সেই দায়িত্ব যথাযথভাবে পালনে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার বিকালে বরিশাল নগরীর জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও স্মৃতি লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

এ সময় তিনি আরও বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। এরা এক হয়ে সমাজ উন্নয়নে কাজ করে। কোনো সাংবাদিক যদি নির্যাতনের শিকার হয় পুলিশ সেই ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন আইজিপি।

অনুষ্ঠানে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে আইজিপি আসার পূর্বে সাংবাদিকদের সাথে পুলিশ সদস্যরা অসদাচরণ করায় পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন সাংবাদিকরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিটি মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সাংবাদিকরা জানান, দায়িত্ব পালন করতে এসে তারা পুলিশ সদস্যদের অসদাচরণের শিকার হয়েছেন। তাই সড়ক অবরোধ করা হয়েছিল।