ক্রাইম ট্রেস ডেস্ক : এ সময়ের সবচেয়ে ব্যস্ত ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর হাতে রয়েছে হাফ ডজনেরও বেশি সিনেমার কাজ। এর মধ্যে দুটি সিনেমা আগামী ঈদে মুক্তির প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে। একটির নাম ‘লিডার আমিই বাংলাদেশ’।
এ সিনেমায় বুবলীর নায়ক শাকিব খান। পরিচালনা করেছেন তপু খান। অন্যটি ‘প্রহেলিকা’। চয়নিকার পরিচালনায় নির্মিত এ সিনেমায় বুবলী জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন।
এছাড়া বুবলী অভিনীত আরও কিছু সিনেমা ঈদে মুক্তির আওয়াজ উঠেছে। এর মধ্যে একটি সরকারি অনুদানের সিনেমা। নাম ‘চাদর’। এটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। অন্যটি হচ্ছে ‘মায়া : দ্য লাভ’।
এটি নির্মাণ করেছেন জসিম উদ্দিন জাকির।
ঈদের প্রস্তুতি সম্পর্কে বুবলী বলেন, ‘ক্যারিয়ারে আমার অভিনীত বেশিরভাগ সিনেমা ঈদেই মুক্তি পেয়েছে। সেসব সিনেমা ব্যবসাসফলও হয়েছে। সেই ধারা বজায় রাখতে আসছে ঈদুল ফিতরেও আমার অভিনীত একাধিক সিনেমা মুক্তির কথা শুনেছি। কয়টি মুক্তি পাবে সেটা জানি না। তবে সিনেমাগুলোতে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি।
বিনোদনের সবকিছুই আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বুবলী। শিগ্গির নতুন সিনেমার খবরও দেবেন বলে জানিয়েছেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :