বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা পরিষদের নির্বাচনী এলাকায় অনুমতি ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে দুজনকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুটিও জব্দ করা হয়।
আটকরা হলেন- আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী এলাকার খবির উদ্দিন হাওলাদারের ছেলে হাবিব ও পটুয়াখালীর বাউফল উপজেলার শুকান্ত কুমার রায়ের ছেলে শমীরন রায়।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান বলেন, নির্বাচনী এলাকায় অনুমোদনবিহীন মোটরসাইকেল চালানোয় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :