ক্রাইম ট্রেস ডেস্ক : নিয়মিত অধিনায়ক রিশভ পান্তের অনুপস্থিতিতে নতুন নেতৃত্ব খুঁজে নিলো দিল্লি ক্যাপিটালস। অধিনায়কত্ব করবেন ডেভিড ওয়ার্নার। এবারের আসরে মোস্তাফিজুর রহমানদের নেতৃত্ব দেবেন তিনি।
গত বছরের শেষ দিকে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন ঋষভ পান্ত। যেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি, সেই সাথে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকেও ছিটকে গেছেন। ফলে এবার পান্তের বিকল্প ভাবতে হচ্ছে দিল্লিকে।
জানা গেছে, অধিনায়ক হিসেবে অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ডেভিড ওয়ার্নারের নাম এসেছিল বিবেচনাতে। ফ্র্যাঞ্চাইজিটির একপক্ষ অক্ষরের দিকে ভোট দিলেও প্রধান কোচ রিকি পন্টিং ভোট দেন ওয়ার্নারেরর দিকে। শেষ পর্যন্ত পন্টিংয়ের চাওয়াই চূড়ান্ত সিদ্ধান্তে রূপ নেয়।
এর আগেও আইপিএলে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্নার। তার নেতৃত্বেই প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে সানরাজার্স হায়দরাবাদ। সেই আসরে ওয়ার্নারের অধীনে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান, এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :