ক্রাইম ট্রেস ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁওতে সৌদি প্রবাসী বাবাকে ভিডিওকলে রেখে কাদিরা সুলতানা রুমি (২৪) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় তার বসতবাড়ির কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিত খালি এলাকার প্রবাসী আবুল কালামের বাড়িতে। নাদিরা সুলতানা রুমি আবুল কালামের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি তার বাবার বাড়িতেই থাকতেন।
পরিবারের উদ্ধৃতি দিয়ে এসআই মো. জুয়েল সরকার জানান, ঘটনার আগে রুমি তার বাবার সঙ্গে ভিডিওকলে কথা বলে সমস্যার কথা জানান। একপর্যায়ে বাবা বিরক্তবোধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পুনরায় কল দিলে রিসিভ করে মোবাইল এক পাশে ফেলে রাখেন বাবা আবুল কালাম৷
অভিমান সহ্য করতে না পেরে বাড়ির রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রুমি। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে প্রবেশ করে লাশ দেখতে পান৷ খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্বজনরা জানায়, ৫ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল রুমির। চার বছরের একটা সন্তানও রয়েছে। বিয়ের তিন বছর পর বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে বিষণ্নতায় ভুগছিলেন রুমি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :