ক্রাইম ট্রেস ডেস্ক : পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে দুবাই গেছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বুধবার সেই স্বর্ণের দোকান উদ্বোধনীর দিনে দেশের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয় যে, সেই আরাভ খান একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলার পলাতক আসামি।
সেই স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ আরও অনেকেই। খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এমন একজন হত্যা মামলার আসামির দাওয়াতে দুবাই যাওয়ার বিষয়ে মুখ খুলেছেন হিরো আলম।
এ নিয়ে বৃহস্পতিবার সকালে হোয়াটসঅ্যাপে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমি জানি, সবই জানি, সারাক্ষণ আরাভ ভাইয়ের কাছেই থাকি। বিষয়টি জানি। এটা নিয়ে আমাদের কোনো কিছু করার নাই তো। আমরা আর্টিস্ট যেকোনো জায়গাতে যেতে পারি। কে কী সেটা তো আমরা দেখিনি।’
আগে থেকেই বিষয়টি জানতেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এখানে আসার পর, যেদিন নিউজ হয়েছে তখন জানলাম।’ বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ আমরা আর্টিস্ট, আমরা যে কোনো জায়গায় যেতে পারি। আর এই যে নিউজ করেছে, উনি যে এক মাস ধরে প্রচার চালাচ্ছে,
এক মাস আগে কোথায় গিয়েছিল। তার নামে এত কিছু আছে, এ নিয়ে যদি আগে নিউজ করত, আমরা ভেবে দেখতাম, অনুষ্ঠানে যাব কী যাব না।’ দুবাই থেকে আরও তিন দিন পরে দেশে ফিরবেন বলেও জানান হিরো আলম।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :