পটুয়াখালী প্রতিনিধি : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম হওয়ায় রমজান মাস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘পটুয়াখালীবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি শহরের গরিব মানুষের জন্য ভর্তুকি দিয়ে ‘রমজানের বাজার’ ব্যানারে পণ্য বিক্রি শুরু করেছে।
এ লক্ষ্যে গতকাল বুধবার থেকে শহরের প্রাণকেন্দ্র শহীদ আলাউদ্দিন শিশুপার্ক চত্বরে পসরা সাজিয়ে বসেছেন সংগঠনটির কর্মীরা। এতে গরিব মানুষ খুশি। তাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
উদ্যোক্তারা জানান, রমজান মাস ঘিরে ইতোমধ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। এতে গরিব মানুষ হিমশিম খাচ্ছে। তাই তাদের জন্য ভর্তুকি দিয়ে এসব পণ্য বিক্রি করছেন। এর মধ্যে ৯০ টাকা কেজির বুট ৭০ টাকা, ১১৫ টাকার চিনি ৯৫ টাকা, ১০০ টাকার মসুরির ডাল ৮৫ টাকা, ১০০ টাকার মুড়ি ৮০ টাকা, ৪০ টাকার লবণ ২৫ টাকা, ৭০ টাকার চিড়া ৪০ টাকা এবং ১৮৭ টাকার সয়াবিন তেল ১৭৫ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। পণ্যগুলো বাজারের থেকে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে বলে তাঁরা জানান।
উদ্যোক্তারা আরও জানান, সমাজের বিত্তবানদের সহযোগিতায় এবং সংগঠনটির নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম শুরু করা হয়েছে। রমজানের আগের দিন পর্যন্ত শহরের ঘনবসতিপূর্ণ এলাকাতে এসব পণ্য বিক্রি করা হবে।
‘রমজানের বাজার’ থেকে কম দামে পণ্য কিনে খুশি দিনমজুর ইদ্রিসুর রহমান বিশ্বাস। তিনি বলেন, “বাজারে জিনিসের অনেক দাম। আমাদের মতো গরিবদের অবস্থা খুব খারাপ। ‘রমজানের বাজার’-এ সব জিনিসই কম দামে পাওয়া যাইতেছে। আমরা খুব খুশি হইছি।’
‘পটুয়াখালীবাসী’ সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান জানান, ২০২১ সালে এ সংগঠনটিকে ইউএন ভলান্টিয়ার থেকে পুরস্কার বাবদ নগদ টাকা উপহার দেওয়া হয়। ওই টাকাই ভর্তুকি দিয়ে গরিব-অসহায় মানুষের জন্য পণ্য বিক্রি শুরু করেন। এতে তাঁরা প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার টাকার ভর্তুকি দিচ্ছেন। প্রথম রমজানের আগের দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :