ক্রাইম ট্রেস ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজল হোসেনকে (৪২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার সন্ধ্যা ৬টায় নিহতের বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন বৃহস্পতিবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।
এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হত্যার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। নিহত কাজল হোসেন দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের নেতা ছিলেন তিনি। এবং একই এলাকার সুন্নতের ছেলে।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, ঘটনার পর থেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন কাজল। শরীরে স্যালাইন চলছিল। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী মহব্বত হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ ছিল। এরই জের ধরে তারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
দৌলতপুর থানার ওসি মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে মামলা হলে তদন্তসাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :