গলাচিপায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৩, ২:৪৫ অপরাহ্ণ /
গলাচিপায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ছোট ভাই আলামিনের (৩৫) লাকড়ি আঘাতে নিহত হয়েছেন বড় ভাই বড় ভাই বাবুল প্যাদা (৫০)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বাবুল প্যাদা চরবিশ্বাসের চন্দন প্যাদার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টায় বাবুল প্যাদার ছেলে খোকন প্যাদা বাড়িতে গরু রাখার একটি গোয়ালঘর তৈরি করতে মাটি কেটে ভিটি প্রস্তুত করছিলেন। এ সময় বাবুল প্যাদা পাশেই বসা ছিলেন। মাটি কাটা নিয়ে খোকনের সাথে বাবুল প্যাদার ছোট ভাই আলামিনের বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে খোকন বাবুল প্যাদাকে লাকড়ি দিয়ে আঘাত করেন। আহত বাবুল প্যাদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

তারা আরো জানিয়েছে, এ ঘটনায় আলামিনকে না পেয়ে পুলিশ বাবুল প্যাদার ছোট ভাই জাফর প্যাদাকে (৪০) আটক করেছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, বাবুল প্যাদার ছোট ভাই জাফর প্যাদাকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।