আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকি প্রেমিকের, কলেজছাত্রীর আত্মহত্যা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ /
আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকি প্রেমিকের, কলেজছাত্রীর আত্মহত্যা

ক্রাইম ট্রেস ডেস্ক : ফেসবুকে আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকি দেওয়ায় বিবি হাজেরা নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ছাত্রীর ভাই আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে কথিত প্রেমিক জাহিদ হোসেন প্রিন্সকে আসামি করে দাগনভূঞা থানায় বুধবার রাতে মামলা করেছেন।

মেয়েটির পরিবার জানায়, হাজেরা দাগনভূঞার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রী। ইতোমধ্যে ছাত্রীটির বিয়ের কথা চলছিল শুনে প্রেমিক তাকে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। গত সোমবার রাতে প্রিন্স ২-৩ জন সহযোগীকে নিয়ে হাজেরার বাড়িতে গিয়ে ফেসবুকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা হাজেরাকে বকাঝকা করে।

একপর্যায়ে বুধবার রাতে ক্ষোভে হাজেরা নিজ ঘরের সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

জাহিদ হোসেন প্রিন্স সোনাগাজী উপজেলার চরমজলিসপুর গ্রামের বেপারি বাড়ির জাকের হোসেনের ছেলে। আত্মহননকারী বিবি হাজেরাকে প্রায়ই উত্ত্যক্ত করত বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় হাজেরার ভাই ফখরুল ইসলাম দাগনভূঞা থানায় প্রিন্সের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছেন। থানার ওসি হাসান ইমাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।