বাবুগঞ্জে বাস্তবায়িত হলো ৩৪ বেঁদে পরিবারে স্বপ্ন!


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ /
বাবুগঞ্জে বাস্তবায়িত হলো ৩৪ বেঁদে পরিবারে স্বপ্ন!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ : বরিশালের বাবুগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন গৃহহীনদের জন্য বরাদ্দে এবার মাথা গোজার ঠাই পেয়েছে ৩৪ টি বেদে পরিবার। আগামী ২২ মার্চ এ ঘরগুলো বেদে পরিবারের হাতে সারাদেশে একযোগে হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই ধারাবাহিকতায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকার ভাসমান বেধে সম্প্রদায়ের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের ৩৪ টি ঘর পরিদর্শন করেন তাঁরা।

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ঘরের দৃশ্যমান কাজ দেখে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

উপজেলা অফিস সূত্রে জানা গেছে, দুই শতাংশ জমির উপরে দুই কক্ষ বিশিষ্ট ঘরে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর রয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২লাখ ৭৯ হাজার টাকা। ইতিমধ্যে বাবুগঞ্জে ১ম, ২য় ও তৃতীয় পর্যায়ে ২৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছেন।

চতুর্থ ধাপের আরও ১৯২টি ঘরের মধ্যে ১৩০ টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। যা আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এবং বাবুগঞ্জ উপজেলা কে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা।