লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জেলেদের পূনর্বাসনের চালের স্লিপ বিতরণের জটিলতায় ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার ওপর হামলা করা হয়।
আহত চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ জানান, সকালে জেলেদের পূনর্বাসনের চালের স্লিপ বিতরণ করতে ইউনিয়ন পরিষদে যান তিনি। পরে সেখানে ইউপি সদস্য আলম, শামীম, লাইজু, পারভেজ ও শাকিলের ইন্ধনে তাদের লোকজন চালের স্লিপ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তার ওপর অতর্কিত হামলা চালায় তারা।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: শাকিল জানান, ‘মোতালেব ব্যাপারী নামের এক জেলের থেকে চালের স্লিপের বিনিময়ে টাকা দাবি করেন চেয়ারম্যান। টাকা দিতে ওই ব্যক্তি অস্বীকার করলে তাকে মারধর করতে শুরু করেন চেয়ারম্যান। পরে ভূক্তভোগী মোতালেব তার স্বজনদের খবর দিলে তারা এসে চেয়ারম্যানের ওপর হামলা চালায়। এ সময় তাদের সাথে ইউনিয়নের কার্ড না পাওয়া জেলেরা হামলায় অংশ নেয়।’
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন, ‘খবর শুনে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ভোলা নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :