উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে অন্তসত্বা গৃহবধুকে বাবার বাড়িতে যেতে বারন করায় স্বামীর সাথে অভিমানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে। সে ওই এলাকার নয়ন মিয়ার শ্ত্রী ময়না বেগম (২০)।
স্থানীয় সুত্রে জানাগেছে গত ৮ মাস আগে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পর্মসুদ্দি এলাকার জাকির হোসেনের কন্যা ময়না( ২০) সহিত গুঠিয়ার বান্না গ্রামের ইউনুস মিয়ার পুত্র এক সন্তানের জনক নয়ন মিয়ার সাথে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়।
এরই ধারাবাহিকতায় নিহতের স্বামী হোটেল বাবুর্চি নয়ন মিয়া বলেন শ্বশুরবাড়ি দুরত্বে ফরিদপুর জেলায় হওয়ায় ঘনঘন তাদের বাড়িতে যাবার বায়না ধরলে ছুটি না পাওয়ার কারনে নিয়ে যেতে পারিনি এনিয়ে গত কয়েকদিন যাবৎ মনোমালিন্য চলে আসছে বিষয়টি তার (ময়নার) বাবা মাকে জানানো হয়।
বৃহস্পতিবার সকালে আমি কাজে বের হবার পরে মোবাইল ফোনে জানায় যে সে চলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আমি আমার মায়ের কাছে জানালে তারা রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙ্গে দেখে ঘরের আড়ার সাথে গলায় ফাস দিয়ে ঝুলে আছে। আমার মায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন আসলে ময়নাকে চাখার স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে তারা মৃত ঘোষণা করে।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার ইনেসপেক্টর (তদন্ত) তৌহিদুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার পূর্ব সুরতাহল শেষে ময়নাতদন্তের জন্য প্রেরন করেন। তিনি জানান প্রাথমিক ভাবে গৃহবধু পারিবারিক কলহের দরুন আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :