বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে স্পিকার আঃ জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে অবস্থিত স্পিকার আঃ জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মোঃ নূর হোসেন কমান্ডার, বরিশাল জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, স্পিকার আঃ জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলাম মানিক মৃধা, পশ্চিম ভুতেরদিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আঃ কাদের মাল,
মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন হালিম, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শিহাব উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোঃ রোকন উজ্জামানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০০১ সালের জানুয়ারী মাসে স্পিকার আঃ জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরিটি স্থাপিত হয়। বর্তমানে লাইব্রেরীটিতে ৫ শতাধিক বই রয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :