ভোলা প্রতিনিধি : ভোলায় ভাসমান নৌকায় শিক্ষার্থীদের মূল্যবোধ, গণিত ও বিজ্ঞানের হাতে-কলমে ক্লাস শুরু হয়েছে। ১০ দিনব্যাপী ব্যতিক্রমী এ ক্লাসে অংশ নিতে প্রতিদিন ভিড় করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ক্লাস চলবে ২৪ মার্চ পর্যন্ত।
সরেজমিনে দেখা গেছে, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালের ওপর ভাসমান মূল্যবোধ, গণিত ও বিজ্ঞান নামের এ তরিগুলোতে একের পর একে আসছে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। ব্যতিক্রমধর্মী এ শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহের কমতি নেই। অনেক উৎসাহ নিয়ে তারা ছুটে আসছেন নৌকাগুলোতে।
সেখানে আসা শিক্ষার্থী মো. আদনান, মনিরুল ইসলাম সাদ, তম্ময় চক্রবর্তী, গৌর বর্ণিক ও আশিকুর রহমান জিসান জানায়, স্কুলে এসে অন্য শিক্ষার্থীদের কাছে শুনেছেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে খালে শিক্ষা তরি নামে নৌকায় হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। এটি শুনে আগ্রহ নিয়ে তারা এখানে ছুটে এসেছেন।
তারা আরও জানায়, মূল্যবোধ, বিজ্ঞান বই থেকে মুখস্থ করতেন ও গণিত খাতা কলমে করা হতো। কিন্তু এটি সম্পর্কে তেমন ধারণা ছিলো না। মূল্যবোধ, গণিত ও বিজ্ঞান নৌকায় এসব হাতে কলমে বুঝে নিচ্ছেন।
শিক্ষার্থীদের অভিভাবক শুভ্রা দে জানান, খেলার ছলে মূল্যবোধ, গণিত ও বিজ্ঞান শিক্ষা হাতে কলমে দেওয়ার খুব সহজেই তারা সব বুঝে নিতে পারছে। এতে শিক্ষার্থীদের কোনো বিষয়ের প্রতি অনীহা থাকলে সেটা দূর হয়ে যাবে।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায় জানান, ক্লাস চলবে ২৪ মার্চ পর্যন্ত। ব্র্যাকের ৫০ বছর উপলক্ষে প্রতিষ্ঠানটি গত বছর ১৭ সেপ্টেম্বর থেকে শুরু করে কার্যক্রমটি। চারটি জেলা শেষে ভোলায় শুরু হয়েছে। ১০ দিনের কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম।
ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগের ফলে শিক্ষার্থীরা আনন্দের মাধ্যমে হাতে কলমে শিক্ষা অর্জন করতে পারবে। এতে শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :