ধর্ষণের অভিযোগ মীমাংসার প্রস্তাব শাকিব খানের


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ১:৪০ অপরাহ্ণ /
ধর্ষণের অভিযোগ মীমাংসার প্রস্তাব শাকিব খানের

ক্রাইম ট্রেস ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চারটি সংগঠনে লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগের একদিন না পেরোতেই সিনেমাটি সম্পন্ন করার আশ্বাস দিয়ে মীমাংসা করতে চেয়েছেন শাকিব খান। এ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন শাকিব। তাদের মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

প্রযোজক রহমত উল্লাহ শাকিবের সঙ্গে বৈঠকের ব্যাপারে গণমাধ্যমকে বলেছেন, শাকিব আমার সিনেমার কাজ শিগগিরই শেষ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি কিছু জানায়নি। কোনো মীমাংসাও হয়নি। সব কিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি, কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্যি।

শাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রসঙ্গত, ২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চিত্রায়ণের সময় শাকিব খানের বিভিন্ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রযোজক রহমত উল্লাহ অভিযোগ করেন।