ক্রাইম ট্রেস ডেস্ক : এবার দুটি অস্কারে ভাগ বসাল ভারত। দক্ষিণের ইন্ডাস্ট্রির কৃতিত্ব হলেও গর্ব হচ্ছে বলিউড অভিনেতা সাইফ আলি খানের। ‘আরআরআর’ সিনেমা এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর মতো স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনিও।
তবে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটিকে আগে কি ততটা গুরুত্ব দিয়েছিলেন? সাইফ আলি জানালেন, গানের কোরিওগ্রাফি এমনই, তিনি নিজে নাচতে গেলে হার্টঅ্যাটাক হয়ে যেত!
১২ মার্চ লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গোটা বিশ্ব দেখেছে ‘নাটু নাটু’র জাদু। কম্পোজার এমএম কিরাবানির এই গান অস্কার মঞ্চে গেয়েছেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মিলিয়েছেন আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। সঙ্গ দিয়েছেন আরও একঝাঁক শিল্পী। সেই দেখে থ সাইফ।
তিনি বলেন, উন্মাদের মতো নাচের মুদ্রা! অসাধারণ উপস্থাপনা। অনবদ্য! অর্ধ তালে দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রি যে অবিশ্বাস্য কোরিওগ্রাফি তৈরি করেছে, তাকে আমি কুর্নিশ জানাই। আমি নাচতে গেলে হার্টঅ্যাটাক হয়ে যেতাম!
বর্তমানে স্ত্রী কারিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গীরকে নিয়ে ছুটি কাটাচ্ছেন সাইফ আলি। কাজের ব্যস্ততার ফাঁকে একটু জিরিয়ে নেওয়াই উপলক্ষ্য। তার মধ্যেই অস্কারের আনন্দ ভাগ করে নিলেন সংবাদমাধ্যমের সঙ্গে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :