ভোলা প্রতিনিধি : ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় বোরাকে থাকা দুই কলেজছাত্রীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ভোলার দৌলতখান উপজেলা বাংলাবাজারসংলগ্ন উত্তর উদ্দিন এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৌলতখান উপজেলার জয়নহর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতবরবাড়ির কয়ছর মাতবরের মেয়ে ও কলেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম (৫৫) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোরাকে করে বাংলাবাজার যাওয়ার পথে বাংলাবাজারসংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস বোরাকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বোরাকের তিন যাত্রী।
এ ছাড়া এ ঘটনায় বোরাকের চালককে আহতাবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ছাড়া বাসটির চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :