পিরোজপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।
পিরোজপুর সদর উপজেলা পরিষদসংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে তার প্রতিকৃতিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুষ্পস্তবক অর্পণ করেন বশেমুরবিপ্রবিপি উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিসে রেজিস্ট্রার ড. অলক কুমার সাহার নেতৃত্বে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :