জেন্ডার সমতায় বালক বালিকাদের ক্ষমতায়নকে তরান্বিত করবে


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণ /
জেন্ডার সমতায় বালক বালিকাদের ক্ষমতায়নকে তরান্বিত করবে

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের মুলাদী উপজেলাতে জেন্ডার সমতা চর্চায় সামাজিক পরিবর্তনের আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুলাদী ইউনিয়নে আয়োজনে সেইন্ট বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের টেকনিক্যাল স্পেশালিস্ট চয়ন কুমার তালুকদার, উপজেলা সমন্বয়কারী কিশোর কুমার দাস, প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।

ইউনিয়ন পরিষদ মাঠে কিশোর-কিশোরী ও তাদের বাবা-মা অভিভাবকদের অংশগ্রহনে অনুষ্ঠানটি করা হয়। অনুষ্ঠানে কিশোর-কিশোরীরা জেন্ডার সমতায় অভিজ্ঞতা নিয়ে আলোচনা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেন্ডার সমতা চর্চায় সামাজিক পরিবর্তনের আনন্দ অনুষ্ঠান বালক বালিকাদের ক্ষমতায়নকে তরান্বিত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে আয়োজকরা জানান। তারা জানান, সমাজের দৃষ্টি ভঙ্গি ছেলে-মেয়েদের প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। সামাজিক পরিবর্তনের মাধ্যমে সহজেই অল্প বয়ষ্ক কিশোর-কিশোরীদের মাঝে জেন্ডার সমতার আদর্শ রুপান্তরিত করা সম্ভব হবে