বরিশালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ণ /
বরিশালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার বরিশাল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ।

এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নগরীতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর সার্কিট হাউস থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে আলোচনা সভা হয়।

এছাড়াও বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটোরিয়ামে চারুকলার আয়োজনে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বরিশাল জেলা আইনজীবী সমিতি আলোচনা সভার আয়োজন করে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া প্রমুখ। পরে প্রশাসনিক ভবনের-১ এর নিচ তলায় শিশু-কিশোরদেরকে সাথে নিয়ে কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।